০৮:৫৪:৪৭ মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
রাজবাড়ি থেকে : করো'না ভাই'রাস সং'ক্র'মণের অধিক ঝুঁ'কিতে থাকা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌ'নপল্লীতে সর্বসাধারণের যাতায়াত নি'ষি'দ্ধ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে এই নির্দে'শ কা'র্যকর করা হয়। ঘন-ঘি'ঞ্চি পরিবেশ, অল্প জায়গায় বেশি মানুষের উপস্থিতি, সেই সঙ্গে পল্লীর বাসিন্দাদের অ'সচে'তনতায় এই ভাই'রাস এখানে ভ'য়াবহ রূপ নেয়ার আ'শ'ঙ্কা দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এতে করে পল্লীর প্রায় ৫ হাজার বাসিন্দার রোজগার ব'ন্ধ হয়ে যাচ্ছে। তবে এই সময় প্রতি যৌ'নকর্মীকে ১৫ দিনের জন্য ২০ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে তা বিতরণ করা হবে। এছাড়া ব'ন্ধকালীন বাড়িওয়ালাদেরকে ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়িভাড়া না নেয়ার নি'র্দে'শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান।
জানা গেছে, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দৌলতদিয়া যৌ'নপল্লীতে হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। এখানে আসা মানুষগুলো কে কোথা থেকে এসেছে বা থাকছে তার কোনো সঠিক তথ্য জানা নেই কারোরই। সারা বিশ্বসহ বাংলাদেশে করোনা পরি'স্থিতি ভ'য়াব'হ আকার ধা'রণ করলেও প্রচ'ণ্ড সং'ক্র'মণ ঝুঁ'কি থাকা সত্ত্বেও দৌলতদিয়া যৌ'নপল্লীতে মানুষের আসা-যাওয়া ছিল নি'র্বি'ঘ্ন।
সরেজমিন শুক্রবার দুপুরে দেখা যায়, করো'না ভাই'রাস সং'ক্র'মণের হার দিন দিন বেড়ে চলায় দৌলতদিয়া যৌ'নপল্লীতে মানুষের আসা-যাওয়া স্বাভাবিকের তুলনায় কমেছে। এখানকার বাসিন্দাদের মধ্যে তেমন কোনো সচে'তনতা ল'ক্ষ্য করা যায়নি। এমন পরি'স্থিতির মধ্যেও প্রতিদিন অসংখ্য মানুষ পল্লীতে যাতায়াত করছে।
এ সময় কয়েকজন যৌ'নকর্মী বলেন, আমরা পেটের দা'য়ে এখানে আছি। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসা যাওয়া করে। কে অসুস্থ আর কে সুস্থ এটা বোঝা তো আমাদের পক্ষে সম্ভব না। তাই আমাদের কাছে যে আসে তাকেই তো ঘরে নিতে হয়। বর্তমানে করো'না ভাই'রাস আ'ত'ঙ্কে এখানে লোকজনের সমাগম কমে গেছে।