০৮:১৯:৪৪ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
নিউজ ডেস্ক: ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে পবিত্র মাহে রমজানে কুমিল্লা জেলার বুড়িচ উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামে একই পরিবারের ৩ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বিজ্ঞ রোটারী কার্যালয়ে তারা স্ব-শরীরে গিয়ে অ্যাফিডেভিটের করে একই পরিবারের ৩ জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ খবরটি জানাজানি হলে বুড়চিং উপজেলা দিনব্যাপী ব্যাপক সাড়া দেখা যায়।
সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের মৃত: মনোরঞ্জন চন্দ্র শীলের ছেলে বাদল চন্দ্রশীল ইসলাম(৩৭) ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বুধবার সপরিবারে আদালতে গিয়ে নাম পরিবর্তনে করে বর্তমান নাম মোঃ আল আমিন , স্ত্রী শীপ্রা রানী শীল স্থলে জান্নাতুল ফেরদৌস (২৫),ছেলে অর্ক চন্দ্র শীল স্থলে মেহেদী হাসান(৭) নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
পবিত্র মাহে রমজানে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের শীল বাড়ির একই পরিবারের ৩ জন সেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করায় ধর্মপ্রাণ মুসল্লিমরা তারা শান্তি পথে আসাতে সু-স্বাগতম জানিয়েছে।