০২:৩৯:৩৩ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বর্তমান সময়ে সাকিবের তুলনা শুধু সাকিবকেই বলা চলে। ব্যাটিং আর বোলিং দুই জায়গাতেই দুর্দান্ত দক্ষতায় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে এই প্রথম যাদের কে অনুসরণ আর অনুকরণ করে এতো দূর এসেছেন তা প্রকাশ করলেন।
সাকিব বলেন, ছোটবেলা থেকেই ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় এবং পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের ব্যাটিং অনুসরণ করতাম । জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টস কিডা ইউটিউব অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।
এছাড়াও বোলিংয়ের ক্ষেত্রে ভারতের হরভজন সিং এবং পাকিস্তানের সাকলাইন মোস্তাককে ফলো করতেন তিনি। সম্প্রতি স্পোর্টস কিডাকে শাকিব বলেন, “আমি ছোটবেলা থেকেই সাঈদ আনোয়ার এবং রাহুল দ্রাবিড়ের ব্যাটিং অনুসরণ করতাম। বোলিংয়ের ক্ষেত্রে হরভজন সিং এবং সাকলাইন মোশতাক ছিলেন”।
বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছেন সাকিব আল হাসান। এই সিরিজ শেষেই আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে সাকিবের। সেখান থেকেই ওমান এবং আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে যোগ দেবেন তিনি।