০৬:৪৬:৪০ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেও ছবিটা ছিল অন্যরকম। লড়াই চালাচ্ছিলেন বিরাট কোহলি-চেতেশ্বর পূজারারা। ম্যাচে ঘুরে দাঁড়াচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু চতুর্থ দিনের প্রথম দেড় ঘণ্টাতেই একেবারে উলটপূরাণ। দু’উইকেটে ২১৫ রান থেকে খেলা শুরু করে ২৭৮ রানেই গুটিয়ে গেল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে অ্যান্ডরসন-ওভারটনের পর দ্বিতীয় ইনিংসে নায়ক বনে গেলেন ইংল্যান্ড পেসার ওলি রবিনসন। এই ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।
এদিন খেলা শুরু হতেই ফিরে যান চেতেশ্বর পূজারা। তৃতীয় দিনের ব্যক্তিগত ৯১ রানের সঙ্গে এক রানও যোগ না করেই রবিনসনের বলে এলবিডব্লুউ আউট হন তিনি। অন্যদিকে, অধিনায়ক বিরাট কোহলি অর্ধ-শতরান পূর্ণ করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫৫ রান করে সেই রবিনসনের শিকার হন তিনিও।
এরপর মাত্র ১০ রানে আজিঙ্ক রাহানেকে ফেরান জেমস অ্যান্ডারসন। পরবর্তীতে ঋষভ পন্থ (১), মহম্মদ শামি (৬), ইশান্ত শর্মা (২) দ্রুত আউট হয়ে যান। শেষদিকে রবীন্দ্র জাদেজা কিছুটা চেষ্টা করলেও অন্যান্যরা কেউ তাঁকে যোগ্য সঙ্গত দেননি। ২৫ বলে ৩০ রান করে আউট হয়ে যান জাদেজা। শেষ পর্যন্ত ২৭৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। আর ইংল্যান্ড ইনিংস এবং ৭৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল।