০৮:০৫:০১ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
স্পোর্টস ডেস্ক: অবশেষে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভাগ্য খুলেছে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটারের।
পিএসএলের এই মধ্যবর্তী প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছিল ৭ বাংলাদেশি ক্রিকেটারের। তাদের মধ্য থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। তবে সবাইকে অবাক ও হতাশ করে দেওয়া তথ্য হলো, দল পাননি বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম গতবার ক্রিস লিনের বদলি হয়ে লাহোরের হয়ে প্লে অফ খেলেছিলেন।
তামিম ছাড়াও দল পাননি পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাব্বির রহমান। ভার্চুয়াল সেশনের মাধ্যমে মঙ্গলবার ১৩৪ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হয়েছে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট।
যেখানে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এর আগে পেশাওয়ার ও করাচির হয়ে খেলেছিলেন সাকিব। সিলভার ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন লিটন দাস। করাচি কিংসের হয়ে প্রথমবারের মতো পিএসএল খেলবেন লিটন।
গত বার প্লে-অফে মঈন আলী খানের জায়গায় বদলি হিসেবে মুলতানের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এবারো একই দল তাকে কিনে নিয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়েও খেলার অভিজ্ঞতা আছে তার। সূত্র: ক্রিকেট পাকিস্তান