০৩:৫৮:১৫ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
স্পোর্টস ডেস্ক: লাশের সারি যেন কমছেই না। প্রতিদিন মৃত্যুর সংখ্যা শুধু বাড়ছে আর বাড়ছে। করোনর এমন পরিস্থিতিতে নাজেহাল ভারত। এর মাঝে ভারতে চলছে আইপিএল। পাকিস্তানও পিএসএলের স্থগিত আসর চালুর চেষ্টা করছে। আর বাংলাদেশ-পাকিস্তানে শুরু হয়েছে 'ঈদ শপিং'! করোনা থেকে বাঁচতে সবকিছু বন্ধের আহ্বান জানালেন পাকিস্তানের সাবেক পেস সুপারস্টার শোয়েব আখতার।
পাকিস্তানে গতকাল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। নতুন সংক্রমণের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি। বাংলাদেশের মতো সেখানেও মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত। তাই পাকিস্তন আর বাংলাদেশের সবাইকে একটি অনুরোধ জানিয়ে শোয়েব আরও বলেন, 'পাকিস্তান খাদের কিনারে রয়েছে। আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন সংকুলান করা সম্ভব। কিন্তু লোকজন সঠিক সুরক্ষাব্যবস্থা মানছে না। রমজানের শেষ ১০ থেকে ১৫ দিনে কারফিউ জারির আবেদন জানাচ্ছি পাকিস্তানে। ঈদের কেনাকাটায় যাওয়ার দরকার নেই। লোকজনকে সাবধান থাকতে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।'