০৩:৫৪:৫৫ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
স্পোর্টস ডেস্ক: কী ফর্মেই না ছিলেন মুশফিকুর রহিম! ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি, ওয়ানডে সিরিজে দুই ম্যাচে এক ফিফটি, এরপর আবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই চা'পের মুখে ১২৭ রানের দু'র্দান্ত ইনিংস। ব্যাটিংয়ে নামলেই মনে হতো বড় ইনিংস খেলতেই নেমেছেন মুশফিক।
ঠিক এমন সময় সব ঘরব'ন্দী করে দিল ক’রোনাভাইরাস। প্রাণ বাঁ'চাতে থাকতে হচ্ছে ঘরে। সং'ক্রমণ এ'ড়াতে থেমে গেছে গোটা বিশ্ব। মাঠে নেই খেলা। এদিকে মুশফিকের অনুশীলন প্রীতি তো সবার জানাই। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে মুশফিকের চেয়ে বেশি সময় কা'টান না আর কেউ।
যার কারণে ঈদের আগে থেকে বিসিবির তত্বাবধানে মাঠের অনুশীলনে ফিরেছেন তিনি। মাঠের অনুশীলন করতে না পারলেও নিজ বাসায়, বাসার সামনে, গ্যারেজে নিয়মিত অনুশীলন করেছেন। দুই দিন আগে গেল পবিত্র ঈদ-উল-আযহা। আর তার আমেজ কাটতে না কাটতে সুখবর দিলেন মুশফিক, আবারও ঘাম ঝরানো শুরু করেছেন তিনি। নিজ বাসার সামনে ভোরে দৌড়াদৌড়ি করতে দেখা গিয়েছে দেশ সেরা এই ব্যাটসম্যানকে।