০৯:৪৩:১০ মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
স্পোর্টস ডেস্ক: মরণঘা'তী ক’রোনাভাইরাস থেকে স্বস্তির খবরটা পেতে মাশরাফি বিন মুর্তজাকে অপেক্ষা করতে হয়েছে ২৪ দিন। গত কয়েকদিন আগে তার তৃতীয় দ'ফায় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে মাশরাফির সবকিছুতে যেমন ‘শেষ হয়ে হইল না শেষ’ ব্যাপারটা থাকে, ক’রোনাতেও আছে।
আ’ক্রা'ন্ত হওয়ার পর তৃতীয় পরীক্ষায় ‘নেগেটিভ’ হলেও ক’রোনা যে ধা'ক্কা দিয়ে গেছে, সেখান থেকে মাশরাফির বের হতে আরে'কটু সময় লাগবে বলেই মনে হচ্ছে। বিছানা থেকে উঠে দাঁড়াতে ক'ষ্ট হচ্ছে, দৃষ্টিও পরিষ্কার নয়। করোনা যাঁদের ক'ঠিন পরীক্ষা নিচ্ছে, তাঁদের অবশ্য পা'র্শ্বপ্রতি'ক্রিয়া কাটিয়ে উ'ঠতে কিছুটা সময় লাগছেই।
করোনা জয়ী মাশরাফি এবার দিলেন আরেকটি সুখবর। মাঠে অনুশীলনে ফিরেছে মুশফিক– ইমরুলরা। কিন্তু কখন অনুশীলনে ফিরবেন মাশরাফি? নিজের অনুশীলন নিয়ে দেশের ইংরেজি দৈনিক নিউ এজকে বলেছেন, “আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। আশা করি আমি আবারো অনুশীলন শুরু করতে পারবো ঈদের পরে।”
মাশরাফির সাথে কোভিড-১৯ তে আ’ক্রা'ন্ত হয়েছিলেন টাইগার স্পিনার নাজমুল ইসলাম অপু। তবে অপু এখন পু'রোপুরি সু'স্থ এবং অনুশীলনও করছেন। ঐ জাতীয় দৈনিককে অপু বলেন, “আমি অনুশীলন শুরু করেছি, তবে কিছু সমস্যা বোধ করছি। যেমন কম সময়ের জন্য শ্বাস ধ'রে রাখতে পারছি, দু'র্বলতাও আছে। নারায়ণগঞ্জে আমি, রনি তালুকদার এবং আরো কয়েকজন ক্রিকেটার যারা প্রথম ডিভিশনে খেলে তারা একজন ট্রেইনারের অধীনে অনুশীলন শুরু করেছি।”