০৯:৫৮:৩৮ বুধবার, ২১ এপ্রিল ২০২১
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ার সাথে আইসসির ইভেন্টগুলোও স্থগিত হচ্ছে। এশিয়া কাপের পর এবার চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। আর তাতে লাভ হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানের জন্যে।
জু'য়াড়ির প্রস্তাব গো'পন করায় নি'ষিদ্ধ হয়েছিলেন সাকিব। যার মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। এরপর মাঠে সাকিব ফিরতে পারলেও এর আগে শুরু হয়ে যেতো বিশ্বকাপ। কিন্তু ক’রোনাতে স্থগিত হওয়াতে সাকিবের লাভ হলেও তাতে খুশি নন বর্তমান নির্বাচক ও সাবেক টাইগার ক্রিকেটার হাবিবুর বাশার সুমন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত নিয়ে এক সাক্ষাৎকারে সুমন বলেন,“ বিশ্বকাপ এবার হচ্ছে না, সেটা হয়তো সাকিবের জন্য ভালো হয়েছে। কিন্তু পরের বিশ্বকাপেই যে সে খেলতে পারবে, সেটা কিন্তু নিশ্চিত নয়। সে বড় কোনও ই'নজুরিতে পড়তে পারে। তার অন্য কোনও সমস্যা হতে পারে। সাকিব অবশ্যই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অন্তর্ভুক্তি সবসময়ই দলকে বাড়তি শক্তি দেয়। কিন্তু বিশ্বকাপ স্থগিত করে সাকিবের সুযোগ নিয়ে মোটেও খুশি নই।”
তার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, “বিশ্বকাপটা হলেই ভালো হতো। বিশ্বকাপ না হওয়াটা চ'রম হ'তাশার। আমাদের কতগুলো সিরিজের সঙ্গে এশিয়া কাপ ও বিশ্বকাপ বাতিল হয়ে গেলো। ছেলেরা খেলার বাইরে থাকতে থাকতে হ'তাশ হয়ে যাচ্ছে। সত্যিকার অর্থেই একজন ক্রিকেটারের জন্য এটা হ'তাশার।”
“সাকিব থাকুক আর না থাকুক, দল তো আগে নাকি? বিশ্বকাপে কী করি না করি সেটা পরের বিষয়। আমার মনে হয় এত চিন্তা-ভাবনা না করাটাই ভালো। সাকিব ছাড়া তো আমরা ম্যাচ জিতেছি। সুতরাং বিশ্বকাপ স্থগিত হওয়াতে সাকিব খেলার সুযোগ পাবে- এই বিষয়টি ভেবে আমি খুশি হতে পারছি না। বরং আমি ভীষণ হ'তাশ, ছেলেদের দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে।”– যোগ করেন বাশার।