১১:০৮:২৭ বুধবার, ২১ এপ্রিল ২০২১
স্পোর্টস ডেস্ক: বর্তমানে এক বছরের জন্য নি'ষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবকিছু ঠি'কঠা'ক থাকলে আগামী ২৮ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে সব ধরনের নিষে'ধাজ্ঞা উঠে যাবে সাকিব আল হাসানের। নি'ষেধাজ্ঞা উঠে গেলে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব-আল-হাসান এই নিয়ে এখন অনেকেই প্রশ্ন করছেন।
তবে সাকিবের জন্য উদাহরণ হতে পারে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নিষে'ধাজ্ঞা থেকে ফিরে ও দুর্দান্ত খেলেছেন এই দুই ব্যাটসম্যান। তবে সাকিব এর ক্ষেত্রে নিষে'ধাজ্ঞা মাত্র এক বছরের জন্য। যার পুরোটা সময় কেটে গেছে করোনাভাইরাস নিয়ে।
ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মাত্রই বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন সাকিব আল হাসান। এই মু'হূর্তে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই বাংলাদেশের। গু'ঞ্জন উঠেছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশের জন্য সুখবর, এই সিরিজ পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব আল হাসান। তবে সাকিবকে ফিরে কি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে? বাংলাদেশ ক্রিকেটের গুরু নাজমুল আবেদীন ফাহিম স্যার বলেছেন নতুন রূপে দেখা যাবে সাকিব আল হাসানকে। বিকেএসপির সাবেক কোচ ও বর্তমানে প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা ফাইম স্যার চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সাকিবের কাণ্ডে নিঃসন্দেহে আঘা'ত পেয়েছি। সাকিব একজন রোল মডেল সবার জন্য। সবাই চায় রোল মডেলের ক্লিন একটা ইমেজ থাকবে। তাকে যারা অনুসরণ, অনুকরণ করে তারা সেটাই চাইবে, আমরাও চাইবো। এই বাজে অভিজ্ঞতাটা সাকিবকে হয়ত দারুণভাবে ইতিবাচক দিকে নিয়ে যাবে। মানুষ হিসেবে তার মাঝে কিছুটা পরিবর্তন আসবে। আরও জ্ঞানী হবে এবং চিন্তা-ভাবনার মধ্যে পরিবর্তন আসবে।’
‘খেলার কথা যদি বলি, আমার ধারণা সাকিব এখনও সেরা সময়ে আছে। কারণ সাকিব-তামিম-মুশফিক যখন খেলা শুরু করেছিল, তখন ওদের বয়স খুব কম ছিল, ওই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলা খুব সহজ না। বাংলাদেশের মতো দেশের হয়ে খেলা সহজ না। যেহেতু ওরা প্রথম থেকেই ভালো খেলছিল, সবার চোখে পেড়েছিল,
ওদের উপর চাপটাও কিন্তু বেশি ছিল। ওই পরিমাণ চাপ নিয়ে ওই বয়সে খেলা সহজ ব্যাপার না। তখন ওরা অতটা পরিণত ছিল না। আমাদের সিস্টেম কিন্তু এত পরিণত খেলোয়াড় তৈরি করার না, যারা বিভিন্ন ধরনের চাপ সামলানো শিখবে। সে ব্যবস্থা আমাদের এখানে নেই।’
‘ওরা খেলতে খেলতে সময়ের সঙ্গে শিখেছে। পারফর্ম করার সময়টা ওদের এখন এসেছে। আমরা ২-৩ বছর ধরে দেখছি মুশফিক খুব ভালো খেলছে। তামিমের খেলার ধরনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ফিটনেস অনেক উন্নত হয়েছে। অনেককিছু করার উপলব্ধি তাদের মাঝে এসেছে। এখন ওরা সবচেয়ে ভালো জায়গায় আছে। আমার মনে হয় এখন ওরা বেস্ট ক্রিকেট খেলবে, আগামী ৪-৫ বছর যতদিনই খেলুক।’
‘সাকিব বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। এখন সে বুঝতে পেরেছে ওর লেভেল সম্পর্কে। এখন নিজের কাছে অনেক বড় বড় ইনিংস আশা করে বা ভালো বোলিং পারফরম্যান্স আশা করে। সাকিব খুব সহজে সন্তুষ্ট হওয়ার মানুষ না। এই লেভেলটা মেইনটেইন করোর চেষ্টা করবে। আমি নিশ্চিত সে যখন ফিরে আসবে, অনেক ভালো করবে।’