০৮:৫৮:১২ মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
স্পোর্টস ডেস্ক: পত্রিকায় একটি প্রতিবে'দন প্রকাশের পর বদলে গেছে ফুটবলার স্ট্রাইকার আরিফ হাওলাদার ও তার পরিবারের জীবন। দুঃখ দূ'র্দশায় নি'মজ্জি'ত পরিবারটি মুখে ফু'টেছে হাসি। সংসার চা'লাতে বাবা মায়ের ভরণপো'ষন করতে ফুটবলে বেকার হয়ে যাওয়া যুুবক আরিফ বেছে নিয়েছিল ৪ শ টাকা রোজের রাজমিস্ত্রীর যোগালির কাজ।
সংবাদ প্রকা'শের পর তাৎ'ক্ষণিক নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান পত্নী সালমা ওসমান লিপি আরিফকে যোগালির কাজ থেকে ফি'রিয়ে আনেন। আর্থিক নগদ ৫০ হাজার টাকা সহায়তা পুনরায় মাঠে ফেরার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্ব'স্ত করেন। আরিফের জন্য সবচেয়ে বড় সুসংবাদ বয়ে আনে সাইফ পাওয়ার লিমিটেড। ওই প্রতিষ্ঠানটি আরিফকে চট্রগ্রাম আবাহনী বাংলাদেশ পেশাদার লীগে দলে নিয়ে নেন। এছাড়া নগদ ৫০ হাজার আর্থিক অনুদান ও ফুটবল সরঞ্জা'ম প্রদান করেন।
আরিফের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, সংবাদটি আমার ন'জ'রে আসার পর সর্ব প্রথমে আরিফকে আর্থিক অ'নুদান দিয়ে রাজমিস্ত্রীর যোগালি কাজ থেকে ফে'রানো হয়েছে। এর মধ্যে ওর জন্য একটি টীম ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। কিন্তু শুনলাম চট্রগ্রাম আবাহনীতে তাকে সুযোগ করে দেয়া হয়েছে।