০৫:৩২:৪৩ বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
স্পোর্টস ডেস্ক: আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েই তৈরি হবে এশিয়া একাদশ। যার ফলে ধারণা করা হচ্ছিল, এশিয়া একাদশে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা এক দলের হয়ে খেলবেন। কিন্তু সেটা হচ্ছে না।
এশিয়া একাদশে পাকিস্তানের কোনো ক্রিকেটার থাকবে না বলেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জয়েস জর্জ। তিনি বলেন, ‘এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকবে না। ফলে দু’দলের খেলোয়াড়দের একই সঙ্গে খেলা হচ্ছে না। সৌরভ গাঙ্গুলী আমাদের পাঁচজন খেলোয়াড়কে নির্বাচন করবেন।’
এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিসিআইয়ের ওই কর্মকর্তার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব নিয়ে কারো সাথে কোনো কথা হয়নি আমাদের। আমাদের কাছ থেকে এমন কথা কেউ শুনেনি। আমরা বলিনি যে, পাকিস্তানের খেলোয়াড় থাকতে পারবে না। অ্যাভেইলেবল যে খেলোয়াড় থাকবে তারাই খেলবে।’
তিনি আরো বলেন, ‘ম্যাচটা এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে হবে। আমরা প্রতিটা বোর্ডের কাছে যখন প্রস্তাব পাঠিয়েছি, তারা সবাই সাড়া দিয়েছে। পাকিস্তানও সাড়া দিয়েছে। তারা আমাদের জানিয়েছে, আমরা যেই সময়ে ম্যাচ দুটি আয়োজন করতে চাচ্ছি সেই সময়ে তাদের পিএসএল হবে। তারিখটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তারা তারিখটা পরিবর্তনের কথাও বলেছে। কিন্তু আমরা জানিয়েছি আমাদের পক্ষে তারিখ পরিবর্তন সম্ভব নয়।’