০৬:৫২:২৬ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
স্পোর্টস ডেস্ক : সব ধরণের ক্রিকেট থেকে আগামী ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিব আল হাসনকে। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার আইসিসি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। কিন্তু এক বছর সাঁজা স্থগিতও করে দেয়।
যার কারণে ২০২০ সালে ২৯ অক্টোবর থেকে ফের মাঠে সক্রিয় হতে পারবেন সাকিব আল হাসান। এদিকে সাকিবকে নিয়ে আবেগপ্লুত হয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
তিনি লিখেছেন, “দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!”