০৭:৫৯:০৭ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
স্পোর্টস ডেস্ক : সব ক্রীড়াপ্রেমী ও সব খেলোয়াড়দের জন্য সাকিবের শাস্তি একটি শিক্ষা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা।
রমিজ রাজা মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছেন, ‘সব ক্রীড়াপ্রেমী ও সব খেলোয়াড়দের জন্য সাকিবের শাস্তি একটি শিক্ষা। আপনি যদি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে খেলার চেয়েও বড় হতে চান তাহলে চরম পতনের জন্যও তৈরি থাকুন। সাকিবের ঘটনাটা আসলে খুবই দুঃখজনক!
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, সাকিবের জন্য কোনো দয়া নেই আমার, একেবারে কোনো দয়াই নেই। ২ বছর যথেষ্ট নয়, তাকে আরও লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল।
ইংল্যান্ডের সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেন, এই যুগে খেলোয়াড়দের সবসময় জানানো হয় কখন কী করতে পারবে তারা ও কখন তারা পারবে না, তাদের সবসময় সঠিক সময়ে রিপোর্ট করতে হবে।
জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে এক বছর নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।