১০:০৭:২৪ সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে। আর এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার হিসেবে জয় দিতে চান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেন, ‘দরজায় যখন কড়া নাড়ছে বছরের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর, ঠিক তখনই আমরা ব্যস্ত ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপে চোখধাঁধানো পারফরম্যান্স দিয়ে জয় তুলে এনে আমরা দর্শকদের দিতে চাই ঈদের উপহার। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।’