১১:০০:১১ বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
স্পোর্টস ডেস্ক: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। বিপিএলের শুরুটা ভালো করতে না পারলেও নিজেদের সর্বশেষ ম্যাচে ৪০ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলেন গেইল।
৫ চার ও ৫ ছয়ে ৫৫ রানের ইনিংসটি সাজান গেইল। আর এতেই গড়েন বিশ্বরেকর্ড। ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০টি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
এ তালিকায় গেইলের আশে পাশে নেই কেউ। গেইলের পরেই এ তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তারই সতীর্থ কাইরন পোলার্ড। তিনি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৫৭টি ছক্কা হাঁকিয়েছেন। আর তাইতো গেইলকে ধরা কারো পক্ষে সম্ভব নয়।