০৮:০২:০৯ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
নিউজ ডেস্ক: তীব্র তাপদাহে নাকার সারাদেশ। অস্থির দেশে মানুষ প্রচণ্ড এই গরমে। কপশলা বৃষ্টির অপেক্ষায় সবাই। ইতোমধ্যে প্রতিদিনই বেড়েছে দেশের তাপমাত্রা। পারদ মিটার কয়েকবার পৌঁছেছে রেকর্ড উচ্চতা।
ঠিক ওই মুহূর্তে হালকা ঝড়ো বাতাসসহ বজ্রবৃষ্টি দেখা পেল সুনামগঞ্জবাসী। বুধবার (২৮ এপ্রিল) ভোর থেকে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
স্বস্তির এই বৃষ্টিতে কিছু সময়ের জন্য থেমে যায় হাওরের ধানকাটা কার্যক্রম। তবে বজ্রপাতে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু অতিরিক্ত বজ্রপাতের কারণে শহরের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছিল।