০১:৪৮:৩৪ রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
নিউজ ডেস্ক : বরগুনায় সড়কে প্রকাশ্যে যুবককে তার স্ত্রীর সামনে এলোপাতাড়ি কোপানোর ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে গতকাল থেকেই। এ ঘটনায় নানাভাবে প্রতিবাদ ও বিস্ময় প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন নানা শ্রেণি পেশার মানুষ।
তবে বেশিরভাগ মানুষই তাদের ফেসবুক মন্তব্যে লিখেছেন, ঘটনার সময় আশেপাশে ভিড় করে দর্শকের ভূমিকায় থাকা মানুষরা চাইলে দুর্বৃত্তদের বাধা দিতে পারতেন। বিশেষ করে হামলার শিকার রিফাতের স্ত্রী যখন একাই তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছিল। প্রকাশ্যে পৈশাচিক এমন হামলা ঠেকাতে তাদের এগিয়ে যাওয়া উচিত ছিল জানিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বরগুনার ঘটনাটি হাইকোর্টের নজরে আনলে বিস্ময় প্রকাশ করে আদালত বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি আগে এরকম ছিল না। অনেকে দাঁড়িয়ে দেখেন। কেউ প্রতিবাদ করলেন না, সমাজ কোথায় যাচ্ছে? আমারা সবাই মর্মাহত।’
এছাড়া সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বরগুনায় প্রকাশ্যে সড়কে রিফাত শরীফকে হত্যাকারীদের যেকোনো মূল্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, রিফাত হত্যার ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এর অর্থ এই নয় যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ঘটেছে। হত্যাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
এদিকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এছাড়া যারা এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি একথা জানান।