০৭:৫৩:৪৫ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
নিউজ ডেস্ক: কালবৈশাখী আঘাত হেনেছে জামালপুরে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাণ্ডব চলে একটানা ১০ মিনিট। ভয়াবহ ঝড়ে বকশীগঞ্জে ১টি জামে মসজিদের টিনের চাল আধা কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এছাড়া সরিষাবাড়ির সাতপোয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
গত বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুরের বকশীগঞ্জ ও সরিষাবাড়ির উপজেলার ওপর দিয়ে বয়ে যায় ঝড়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি জেলা প্রশাসন।
এলাকাবাসী জানান, মাত্র ১০ মিনিটের স্থায়ী ঝড় ও শিলাবৃষ্টিতে সরিষাবাড়ি উপজেলার চলতি বোরো মৌসুমের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধানগুলি শিলাবৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা জানান, সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে সাধুরপাড়া বিলেরপাড় গ্রামে একটি মসজিদের চাল উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঝড়ে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।