০৬:৫৯:৫৮ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
ইসলাম ডেস্ক : এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। আর পবিত্র এই মাস উপলক্ষে ঘরে ঘরে পবিত্র কুরআনুল কারিমের পাণ্ডুলিপি বিতরণ করছে দক্ষিণ আফ্রিকার একটি ইসলামিক ফাউন্ডেশন। যারা ইসলাম ও দ্বীন সম্পর্কে অন্ধকারে রয়েছে, তাদের ইসলাম ও কুরআনের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই দেশটির স্থানীয় ভাষায় অনূদিত কুরআনের পাণ্ডুলিপি বিতরণের উগ্যোগ নিয়েছে তারা। খবর আইওএল ডটকো (iol.co.za)।
গত ৫ বছরের দেশটির এ ফাউন্ডেশন ৬০ হাজার কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করলেও এবার তারা ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করছে।
কুরআনের এ খেদমতের জন্য গত ৮ বছর আগে নিজাম এবং সিদ্দিক আব্দুল নামে এক মুসলিম দম্পতি ‘ফিউশন ইনায়ামেকো এসএ’ (Fusion Inyameko SA) নামে একটি পরিষেবা ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার ৩ বছর পর পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে ইসলাম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘সালিগ আইজ্যাকস’ নামে এক মুসলিম আলেম এই দম্পতির সাহায্যে এগিয়ে আসেন।
তারপর থেকেই (গত পাঁচ বছরে) দাতব্য সংস্থা এবং মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের (MJC) সহায়তায় তারা সারাদেশে পবিত্র কুরআনের ৬০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছেন।
চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এ প্রাদুর্ভাবের সময়ও তাদের এ প্রকল্প থেমে যায়নি। বরং তারা রমজান উপলক্ষ্যে ইসলামের সাথে জনগণকে পরিচয় করানোর উদ্দেশ্যে বিভিন্ন পার্ক এবং শহরতলির অঞ্চলসমূহে স্থানীয় ভাষায় অনূদিত কুরআনের পাণ্ডুলিপি বিতরণ এবং কুরআন তেলাওয়াতের প্রকল্প অব্যাহত রেখেছেন।