০৫:০৫:৩৮ বুধবার, ১০ আগস্ট ২০২২
বরগুনা থেকে : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন সেই নয়ন বন্ড। আর তার মৃত্যুর খবর শুনেই আলহামদুলিল্লাহ বলেছেন হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
গণমাধ্যমের কাছে স্বস্তি প্রকাশ করে মিন্নি আরও বলেন, ‘বিচারের জন্য আমাকে অপেক্ষা করতে হল না।’ রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়নের বন্দুকযুদ্ধের নিহত হওয়ার পর মঙ্গলবার সকালে এভাবেই প্রতিক্রিয়া জানান মিন্নি।
মিন্নি বলেন, আমার চোখের সামনে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদের অন্যতম একজন নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আমি এতে অনেক খুশি হয়েছি। সরাসরি যারা অংশগ্রহণ করে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদেরও আমি এমন শাস্তি চাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করেছেন।
বরগুনার বহুল আলোচিত রিফাত মামলার প্রধান আসামি এবং মাদক ব্যবসা, মাদক সেবন ও ছিনতাইসহ নানা অপকর্মে যুক্ত থাকা নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে জনতা।