০৭:২৯:৩৮ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
গাজীপুর থেকে : রোজার আগেই ইফতার সামগ্রী পেয়েছেন গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক প্রতিবন্ধী। আর এসব প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আকরাম হোসেন বাদশা নামে এক স্বেচ্ছাসেবী।
বুধবার বিকালে সদর উপজেলার মির্জাপুর নতুনকুঁড়ি পাবলিক স্কুল মাঠে এসব প্রতিবন্ধীদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।
ইফতার সামগ্রী পেয়ে ওবায়দুল্লাহ নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বলেন, রোজার আগেই ইপতারের (ইফতার) বাজার পাইলাম। ভালোই লাগছে।
আয়োজক আকরাম হোসেন বাদশা প্রতিবন্ধীদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন।