০৪:২৯:৩০ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ঐতিহ্যবাহী তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি, শনিবার সকালে প্রতিষ্ঠান চত্বরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে বিশাল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোহাম্মদ আশরাফুল আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন গভর্ণিংবডির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজগর রশিদ খান, গভর্ণিংবডির সদস্য ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরণ, জাহিদুল হক ভূঁয়া দিলীপ, শরীফুল আলম শামীম, রাফিয়া খান বানী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুস সালাম, ইউপি সদস্য একরাম হোসেন ্্প্রমূখ।
অভিভাবকদের উন্মুক্ত আলোচনায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৫০ জন অভিভাবক তাদের মতামত তুলে ধরেন। ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। কলেজ চত্বরে বিশাল প্যান্ডেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১৫ অভিভাবক সমাবেশে অংশগ্রহন করেন। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও ভাষার গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
কলেজ গভর্ণিংবডির সভাপতি আশরাফুল আলম খোকন তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর উপ - প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় গভর্ণিংর সদস্য ও ছাত্র - শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অভিভাবকদের গঠনমূলক মতামতের ভিত্তিতে একটি মানসম্মত ও আধূনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করা হয়।