০৪:২৮:১৭ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
গাজীপুর থেকে : দেশে দুঃশাসনের ফলে সাধারণ মানুষ নিজেদের মুসলিম ও বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও পরিচয় ভুলে গিয়ে বিজাতীয় কৃষ্টি কালচারের দিকে ঝুঁকে পড়ছে বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, শাসনের অভাব ও সমাজব্যবস্থা খারাপের দিকে পরিচালিত হওয়ায় নতুন প্রজন্মের পোশাক-পরিচ্ছেদ, কথাবার্তা ও চালচলনে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
বাংলা নববর্ষ উপলক্ষে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির উদ্যোগে রোববার গাজীপুরের টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি এবং দেশবাসীর সুখ-শান্তি-সমৃদ্ধি ও সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম শুক্কুরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন।