০৭:০১:২২ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহের মৃ'ত্যুর দুই যুগ পর নিলামে তোলা হচ্ছে তার প্রিয় লাল রঙের টিশার্ট এবং মাথায় পড়া ব্যান্ড। তবে কবে নাগাদ কোন প্লাটফর্ম থেকে নিলামে তোলা হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে সবার ধারণা রেক'র্ড দামে বিক্রি হচ্ছে নিলামে উঠা সালমান শাহের টিশার্ট ও মাথার ব্যান্ড!
যে টিশার্টটি নিলামে তোলা হচ্ছে তা ১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলি সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমায় পড়ে অভিনয় করেছিলেন সালমান শাহ। এ ছবিতে সালমান শাহের বিপরীতে ছিলেন মৌসুমী। আর মাথায় পড়া ব্যান্ডটি পড়ে অভিনয় করেছিলেন ‘শুধু তুমি’ সিনেমায়।
জানা যায়, মামুনুর রেজা মামুন নামে এক সালমান ভক্ত ১৯ বছর ধরে নিজ সংরক্ষণ করে রেখেছিলেন সালমান শাহের টিশার্ট ও ব্যান্ডটি। এতদিন পর তিনিই এটি নিলামে তুলতে যাচ্ছেন।
সালমান শাহের ব্যবহৃত টিশার্ট ও মাথার ব্যান্ড কোথায় পেলেন জানতে চাইলে মামুনুর রেজা মামুন সময় সংবাদকে বলেন, সালমান শাহের একজন অন্ধ ভক্ত আমি। প্রিয় নায়কের যখন বিদায় নিলেন তার আগে থেকে তার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল।
সালমান শাহর মা নীলা আন্টি এবং তার বাবা কমর আঙকেলের সাথে দেখা করার জন্য তাদের বাসায় যাই। তখনই আবেগে আর্ট করে একটি কাগজের উপরে বাংলাদেশের মানচিত্রে মাঝে এবং চারদিকে সালমান শাহর ছোট ছোট ফটো বসিয়ে বাধাই করে সালমান এর মা বাবাকে উপহার দেই। তখনই থেকেই সম্পর্ক আরো ভালো হয়।’
তিনি বলেন, সম্পর্ক ভালো হওয়ায় মাঝে মাঝে তাদের বাসায় যাতায়াত করতাম। আর নীলা আন্টিও বেশ আদর করতেন। একদিন আন্টিকে বললাম আমার প্রিয় নায়কের স্মৃতিচিহ্ন রাখার মতো কিছু তার ব্যবহার করা জিনিসপত্র দেন। তখন আন্টি রুমে গিয়ে আলমারি খুলে এই টিশার্ট আর ব্যান্ডগুলো আমাকে দেন। তখন সালমান শাহের জন্য খুব কেঁ'দেছিলাম। আজ এসব নিলামে দিচ্ছি।’
কি কারণে নিলামে তুলতে চাচ্ছেন জানতে চাইলে তিনি জানান, আসলে তেমন কোনো কারণ নেই। মূলত করোনাকালে মানুষদের সহযোগিতা করার জন্য আমি নিলামে তুলতে যাচ্ছি। আর আমি চাই প্রিয় নায়কের ব্যবহৃত জিনিস অন্য কেউ সংরক্ষণ করুক।
বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় এক যুগের সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম ছিলেন নায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আসেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ। ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।