০৭:০৭:১৭ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
বিনোদন ডেস্ক : 'বেবি ডল' গায়িকা কনিকা কাপুর এবার আ'ক্রা'ন্ত হলেন করো'না ভাই'রাসে। তিনি নিজেই এ বিষয়ে টুইট করে জানিয়েছেন যে তার রিপোর্ট পজি'জিভ এসেছে। দিন দশেক আগেই তিনি ব্রিটেন থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। কনিকাকে লখনউয়ের কিংগ জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪১ বছরের গায়িকা ১৫ মার্চ লন্ডন থেকে লখনউতে ফেরেন। কিন্তু তিনি তার সফরের বিষয়ে কর্তৃপক্ষকে কিছুই জানাননি। বরং করোনার উপসর্গ নিয়েই তিনি তার বন্ধু ও পরিবারের জন্য পাঁচ তারা হোটেলে পার্টির আয়োজন করেন এবং সেখানে তিনি যান। রিপোর্টে জানা গিয়েছে, ওই পার্টিতে আমলা, সমাজ কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।
লখনউয়ের এক বিলাসবহুল আবাসনে থাকেন কনিকা। জানা গিয়েছে, ওই আবাসনের সকল বাসিন্দা সহ কনিক ও তার গোটা পরিবার পুরোপুরি ভাবে কোয়ারান্টিনে আছেন। ওই পার্টিতে আসা সব অতিথিদের টেস্ট করা হচ্ছে। ১০ দিন আগে দেশে ফিরলেও চার দিন আগে থেকে তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।
অন্যদিকে কনিকার বাবা রাজীব কাপুর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কনিকা লন্ডন থেকে ফিরে তিনটে পার্টিতে যান। তিনি জানান, শুক্রবার তার পরিবারের ছ'জনের টেস্ট হবে। কনিকা নিজে ওই তিনটে পার্টির মাধ্যমে ৩০০-৪০০ পরিবারের সংস্পর্শে এসেছে। কনিকা সহ পরিবারের সকলে বি'চ্ছি'ন্ন রয়েছেন।