০৪:৩০:৩৮ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : করোনা আ'ত'ঙ্কে কাঁ'পছে বিশ্ব। বলিউড-টলিউডে শুটিং ব'ন্ধ হয়েছে আগেই। এ বার বাংলাদেশেও ব'ন্ধ হতে চলেছে শুটিং। যে হা'রে সং'ক্র'মণ বেড়ে চলেছে তাতে উ'দ্বি'গ্ন অভিনেত্রী নুসরাত ফারিয়াও। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
সেখানেই নুসরাতকে বলতে শোনা যাচ্ছে, এই মুহূর্তে গোটা বিশ্ব যে পরি'স্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা নিয়ে চি'ন্তি'ত তিনি। নিজের দেশকে নিয়েও বেশ উ'দ্বি'গ্ন অভিনেত্রী। নুসরাতের কথায়, ''সবাই যদি আমারা একটু স'ত'র্ক হই, বাড়িতে থাকি এই ক'টা দিন, তাহলে পরি'স্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব হবে।''
ছবির শুটিং প্রাথমিক পর্যায়ে শেষ করে আপাতত ১১ মার্চ থেকে কাজকর্ম ব'ন্ধই রেখেছেন নুসরাত। তিনি বলেন, ''আপনি হয়তো মনে করছেন এই রো'গ আপনার উপর প্র'ভা'ব বি'স্তার করবে না, কিন্তু আপনার জন্য আপনার পাশের মানুষটি কিন্তু আ'ক্রা'ন্ত হতে পারেন। সবার রো'গ প্রতিরো'ধ ক্ষ'মতা সমান নয়। মাস্ক পরুন, হাত পরিষ্কার রাখুন।''
একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো নানা ধরনের ভু'য়ো সংবাদে যেন কেউ বিচ'লিত হয়ে না পড়েন, সেই আর্জিও জানিয়েছেন অভিনেত্রী। গতকাল টলিউড অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরাত জাহানও কী ভাবে হাত পরি'ষ্কার রাখতে হবে তা নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন। বলি-টলি পেরিয়ে করোনা আ'ত'ঙ্কের রে'শ এবার ঢালিউডেও।