০৩:০৭:০৭ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : সারাবিশ্ব যখন করো'না আ'ত'ঙ্কে কাঁ'পছে তখন বলিউড সুপাস্টার শাহরুখ খানের বাড়ির সামনে ঘটে গেলো এক দূ'র্ঘ'টনা। কিং খানের বাড়ির ঠিক বিপরীতের বাড়িতে অ'গ্নিকা'ণ্ডের ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণীর মৃ'ত্যু হয়েছে। বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে বৃহস্পতিবার এই অ'গ্নিকা'ণ্ড হয়।
সমুদ্রের দিকে মুখ করে থাকা একটা ৬ তলা দালানের সবচেয়ে উপরের তলাই আ'গু'ন লেগে যায় বলে জানিয়েছে পুলিশ। ইভানা মোরেস নামে ঝ'লসে যাওয়া তরুণীর দেহ উ'দ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা তাকে মৃ'ত ঘোষণা করেন। তারই সঙ্গে ৩৮ বছরের সিফরা জাফরি নামের আরেক নারীও গু'রুতর আহ'ত হয়েছেন বলে জানা গেছে।
শাহরুখের বাড়ির সামনে কী কারণে আ'গু'ণ লাগলো সেই কারণ এখনো খুঁ'জে বের করতে পারেনি পুলিশ। এই ঘটনায় চা'ঞ্চ'ল্যকর পরি'স্থিতি তৈরি হয়েছে সেই এলাকায়। অনেকেই বলছেন, শাহরুখ খানের মতো তারকার বাংলো যে এলাকায় আছে। বিলাসবহুল এই এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল?