০৩:৪৯:৩৫ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : আগামি এক বছর কোনো ধরণের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসানেকে। আইসিসির নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত বাংলার ক্রিকেট প্রেমী মানুষ।
এই দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সবার ভালেবাসায় বিশ্ব-ক্রিকেটের বিস্ময় সাকিব স্বমহিমায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করে ঢালিউডের নবাব।
শাকিব বলেন, সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত। আশা করি সামনে সাকিব আমাদের আরো গর্বিত করবেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব আল হাসান প্রসঙ্গে শাকিব খান বলেন, বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এমনটাই আশা করি।
সমব্যথি শাকিব আরো বলেন, সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই দুঃসময়ে আমি তার পাশে আছি, আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ তার পাশে থাকবেন।