০৩:২৬:২৫ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : উঠতি বয়সী মডেল-অভিনেত্রীকে খুশি পারিহার। ১৯ বছরের এই তরুণী প্রেম করছিলেন আশরাফ শেখ নামের এক যুবকের সাথে। কিন্তু প্রেমিকার চরিত্র নিয়ে সন্দেহ ছিল প্রেমিকের। সেই সন্দেহ দিন দিন জেঁকে বসে মাথায়।
শেষ পর্যন্ত রাস্তার ওপর মাথা থেঁতলে ওই তরুণীকে হত্যা করেছে প্রেমিক আশরাফ। গত শনিবার সকালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মডেল খুশি ও আশরাফ শেখের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। তবে আশরাফের ধারণা, খুশির আরও একাধিক প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সন্দেহ থেকে হত্যার ঘটনা ঘটেছে।
নাগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পান্ডুরনা-নাগপুর মহাসড়কের পাশে এক তরুনীর লাশ পড়ে আছে বলে খবর পায় পুলিশ। পরে দেখা যায় ওই তরুনীর মাথা থেঁতলে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সামাজিক মাধ্যমের সহায়তা নিয়ে ওই তরুনীর পরিচয় সনাক্ত করা হয়েছে। খুশি পারিহার ফ্যাশন শোতে অংশগ্রহণ, মডেলিং ও অভিনেত্রী হিসেবে কাজ করতেন।