০৩:৪০:০৪ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : আবারও শিরোনামে বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি। এবারও তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বলিউডের আর এক অভিনেত্রী।
তার দাবি, ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাদক খাইয়ে বেহুঁশ করে তাকে ধর্ষণ করার পরে ব্ল্যাকমেলও করেন পাঞ্চোলি। অভিযোগ সম্পর্কে অবশ্য মন্তব্য করতে রাজি হয়নি ভারসোভা পুলিশ ও অভিনেত্রীর আইনজীবী।
অভিনেত্রীর অভিযোগ, নাবালিকা অবস্থায় তার উপর যৌন নির্যাতনের বিবরণ সেই সময় এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে জানালেও আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এর আগেও এই আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।
জানা গিয়েছে, গত জুন মাসের শেষে ভারসোভা থানায় পুলিশের কাছে দেওয়া বিবৃতিতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন ওই অভিনেত্রী। অভিযোগ, ২০০৪ সালে ১৬ বছর বয়সে মুম্বাইয়ে পৌঁছন কিশোরী অভিনেত্রী।
সেই সময় ৩৮ বছর বয়েসি আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার পরিচয় হয়। সেই সময় অভিনেতা বিবাহিত ও তিন সন্তানের বাবা। তার মেয়ে ও অভিযোগকারিনীর বয়স একই ছিল।
নিগৃহীতার দাবি, ওই বছর একটি পার্টিতে তাকে মাদক মেশানো পানীয় দেন পাঞ্চোলি। পানীয়ের প্রভাবে মাথা ঘুরতে শুরু করলে নিজের এসইউভিতে কিশোরীকে বাড়ি পৌঁছে দিতে লিফ্ট দেন অভিনেতা।
অভিযোগ, আন্ধেরি ওয়েস্টে পৌঁছনোর পরে জোর করে কিশোরীর সঙ্গে যৌন মিলনের চেষ্টা করার পরে তার ছবি তুলে রাখেন ওই অভিনেতা। সেই ছবি প্রকাশ করার হুমকি দিয়ে এর পরে বহু বার অভিনেত্রীকে ব্ল্যাকমেল করে বিছানায় নিয়েছেন পাঞ্চোলি।
অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ২৭ জুন আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে ধর্ষণসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার মামলাটি আদালতে উঠলে ৩০,০০০ টাকা ব্যক্তিগত জামিন ও অন্যান্য শর্ত সাপেক্ষে আগামী ১৯ জুলাই পর্যন্ত পাঞ্চোলিকে গ্রেফতারের বিরুদ্ধে আগাম ছাড় মঞ্জুর করেছে মুম্বাইয়ের দিনদোশি সেশনস কোর্ট।