০৬:৩৩:৫৯ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
বিনোদন ডেস্ক : দঙ্গল' গার্ল ফাতিমা সানা শেখ প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন। আর যে যত নজর কাড়ে সে তত ট্রোলড হয়। মুসলিম বলে শরীর ঢেকে রাখার উপদেশ দিয়েছিলেন এই সোশাল মিডিয়া ইউজ়ার।
সেই পোস্টের মোক্ষম জবাব দিলেন ফাতিমা সানা শেখ। সম্প্রতি ফাতিমা সানা শেখের একটি ছবির নিচে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেন, "একটু নিজের শরীরটা ঢেকে রাখুন। আমি আপনাকে অনুরোধ করব, একজন মুসলমান হয়ে এইসব ব্যপারগুলোকে একটু মাথায় রাখুন।"
চটে গিয়ে উত্তরে ফাতিমা লিখেছেন, "আপনাকে ব্লক করলাম। আমার শরীর আমার নিয়ম।" যদিও সেই ছবিতে ফাতিমাকে একটা শরীর ঢাকা পোশাকই পরেছিলেন।