০২:৪১:৪৯ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় নির্বাচনে বিশাল জয় পেয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর এই ভূমিধস জয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
ফলে দেশ জুড়ে গেরুয়া ঝড় দেখেই বোঝা যাচ্ছে মোদি ভক্তের অভাব নেই। তবে বলিউডে যে ক্রমশ মোদির জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে, তা ফলাফলের দিন কঙ্গনা রানাওয়াতকে দেখেই বোঝা গেল। মোদির বিশাল জয়ের আনন্দে নিজে হাতে পাকোরা ভাজলেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রান্না ঘরে পাকোরা ভাজছেন কঙ্গনা। ছবিটির ক্যাপশনে মোদিকে জয়ের অভিনন্দন জানিয়েছেন বলিউডের শক্তিশালী এই অভিনেত্রী।
তিনি বলেছেন, ‘মোদিজির কাছে আছে একটা স্থির দৃষ্টি আর স্থায়ী লক্ষ্য। দেশের ভবিষ্যত উজ্জ্বল করতে এটা দৃঢ় দেশ গঠন দরকার। একটা সুন্দর ভবিষ্যত গড়ার জন্য আমরা মোদিজির সঙ্গে থাকতে প্রস্তুত। আজ আমি সত্যিই ভীষণ খুশি।’
কঙ্গনার বোনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। তার বোন রঙ্গোলি লিখেছেন, ‘কঙ্গনা সাধারণত রান্নাবান্না করে না। কিন্তু আজ নরেন্দ্র মোদির জয়ের জন্য আমাদের চা-পকোড়া খাইয়েছে।’
মোদির জয়ে অভিনন্দন জানিয়েছেন বোন রঙ্গোলিও। তিনি লিখেছেন, ‘আজ কোনো দল, কোনো ব্যক্তি নয়, জিতেছে দেশ। নরেন্দ্র মোদির মত একজন নেতা পাওয়া আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। একটা নতুন যুগের সূচনা হচ্ছে।