০৩:০৩:৩৩ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জরি হিসেবে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এক সিনেমার প্রদর্শনী থেকে আরেক সিনেমার প্রদর্শনীতে ছুটে বেড়াচ্ছেন, অংশ নিচ্ছেন পার্টিতে, দিচ্ছেন সাক্ষাৎকার, একেক দিন একেক সাজে হাজির হচ্ছেন লাল গালিচায়।
এরই মধ্যে ঘটে গেল এক অঘটন। একটা তারকাবহুল পার্টিতে গিয়ে জ্ঞান হারালেন তিনি। পরে টুইট করে জানিয়েছেন, তার পরনের পোশাকটা একটু বেশিই আঁটসাঁট ছিল। তাই হাঁসফাঁস অবস্থা হয়ে যায় এল ফ্যানিংয়ের। এক সময় অজ্ঞান হয়ে পড়েন তিনি।
হিরার অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান শপার্ড আয়োজিত পার্টিতে অংশ নিয়েছিলেন এল ফ্যানিং। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পী ও কুশলীরা অংশ নিয়েছিলেন। ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি সদস্য হিসেবে এলো আগেভাগে চলে যান পার্টিতে।
তিনি পরেছিলেন প্রাডা প্রম ড্রেস। কিন্তু পার্টিতে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অস্বস্তি বোধ করতে শুরু করেন এল ফ্যানিং। এক সময় অজ্ঞান হয়ে যান। তখন ব্রিটিশ অভিনেতা কলিন ফার্থ এলের সাহায্যে এগিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে বিশ্রামের জন্য পৌঁছে দেওয়া হয় নিজ হোটেল রুমে।
সেখান থেকে টুইট করে এল ফ্যানিং জানান, ‘আঁটসাঁট ড্রেস পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে।’ টুইটের শেষে দুটো হ্যাশট্যাগ দিয়ে সব ঝামেলার কথা স্পষ্ট করে দেন। হ্যাশট্যাগ দুটি হলো—‘ড্রেস টু টাইট’ ও ‘টাইম অব দ্য মান্থ’। অর্থাৎ এলের পোশাক একটু বেশিই আঁটসাঁট ছিল, সেই সঙ্গে ঋতুস্রাবের কারণে খানিকটা ক্লান্তিও ছিল তার।