০৩:১৫:০৭ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : বিয়ে হয়েছে ডিসেম্বর মাসে৷ পাঁচ মাসের মধ্যেই পরিবারে আসতে চলেছে সুখবর৷ বলিপাড়ায় খবর অন্তত এমনটাই৷ সম্ভবত প্রথম সন্তানের বাবা হতে চলেছেন কপিল শর্মা৷
১২ ডিসেম্বর মুম্বাইয়ে তারকাখচিত অনুষ্ঠানে চাইল্ডহুড স্যুইটহার্ট গিনি ছতরতকে বিয়ে করেন কপিল৷ পরে অমৃতসরেও একটি গ্র্যান্ড রিসেপশন হয়েছিল তাদের৷ বাজারে জোর গুঞ্জন সম্ভবত সন্তানসম্ভতা গিনি৷
আর সেই কারণেই কপিলের মা এখন মুম্বাইয়ে এসেছেন৷ কপিল-গিনির সঙ্গেই রয়েছেন তিনি৷ তাহলে কি সত্যিই বাবা হতে চলেছেন বছর আটত্রিশের জনপ্রিয় এই কমেডিয়ান?
সেটা জানতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে৷ এ বিষয়ে অবশ্য মুখ খোলেননি কপিল বা গিনি৷ গিনি কপিলের দীর্ঘদিনের প্রেমিকা। কপিল ও গিনির বিয়ে পাঞ্জাবি হিন্দু প্রথা মতেই সম্পন্ন হয়েছে। তার স্ত্রী পেশায় একজন সফল ব্যবসায়ী।