০৪:৩৬:৩৬ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : ৫ বছর ধরে প্রেম করা ব্যবসায়ী পাত্রের সঙ্গেই অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি। ইতিমধ্যে তাদের বাগদান হয়ে গেছে। জলির বর আরাফাত রহমান ব্যবসায়ী। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবি নায়িকা জলি জানান, শিগগিরই বিয়ে করছেন।১৬ মে ঘরোয়া পরিসরে তাদের বাগদান হয়েছে। তবে বিয়ের তারিখ জানাননি জলি। ৫ বছর ধরে আরাফাতের সঙ্গে তার গোপন প্রেম চলছিল। মিডিয়ায় কাজ করায় বিষয়টি প্রকাশ করেননি জলি।
জলি বলেন, চলচ্চিত্রে আসার অনেক আগে থেকেই আমাদের সম্পর্ক। ভালোবাসার মানুষটির সঙ্গে বিয়ে হচ্ছে, এটা আমার জন্য আনন্দের বিষয়। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের তারিখ চূড়ান্ত করব শিগগিরই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
‘যেহেতু বাগদান তাই সবাইকে জানানো হয়নি। খুব তাড়াতাড়ি বিয়ের তারিখ চূড়ান্ত হবে। আশাকরি সবাইকে নিয়ে সন্দর একটি অনুষ্ঠান করে বিয়েটা করব’-যোগ করেন জলি।
২০১৬ সালে ‘অঙ্গার’ ছবিতে অভিনয়ের সুবাবে চলচ্চিত্রে অভিষেক হয় সুদর্শনী জলির। এরপর ‘নিয়তি’ ছবিটি মুক্তি পায়। সর্বশেষ মুক্তি পেযেছে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রটি। আরও কয়েকটি ছবিতে কাজ করছেন তিনি।