০৪:৩৩:০২ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে আবারও বিতর্কে জড়ালেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। বিপক্ষ শিবিরের আম আদমি পার্টির প্রার্থী আতিশী মরলেনাকে উদ্দেশ্য করে অশ্লীল, সাম্প্রদায়িক ও রুচিহীন কথা লিখে লিফলেট বিতরণের অভিযোগ এসেছে তার ওপর।
পূর্ব দিল্লির বাড়ি বাড়ি ছড়িয়ে দেয়া ওই লিফলেটে লেখা ছিল, ‘আতিশী নিয়মিত গরুর মাংস খান। তার বাবা জাঠ ও মা পাঞ্জাবি। তিনি অন্ধ্রপ্রদেশের এক খ্রিষ্টানকে বিয়ে করেছেন। তার রুচি নিয়ে আপনারাই ভেবে দেখুন।’
ওই লিফলেটে আতিশীর চারিত্রিক বিষয়েও বিভিন্ন বক্তব্য দেয়া হয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রীর সঙ্গে আতিশীর সম্পর্ক জড়িয়েও একাধিক অভিযোগ করা হয়েছে। এমন লিফলেটে পূর্ব দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে।
বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে আতিশী মরলেনা এক সংবাদ সম্মেলন করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইতে প্রকাশ, এ কুরুচীপূর্ণ ও মিথ্যা লিফলেটের পেছনে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আতিশী।
সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আতিশী বলেন, ‘ভোটে জিততে এ হেন কাজটি করেছে গৌতম গম্ভীর। তিনি দক্ষিণ দিল্লির নিজ এলাকায় কুরুচিপূর্ণ কথা লিখে এসব লিফলেট বিতরণ করেছেন।
গৌতম গম্ভীর এতটা নিচে নামতে পারেন তা স্বপ্নেও ভাবিনি বলে সাংবাদিকদের সামনে কেঁদে ফেলেন আতিশী। গৌতমের দাবি, আতিশীর বিরুদ্ধে এমন প্রচারণা ও লিফলেট তিনি নন, খোদ কেজরিওয়ালই করছেন।
এদিকে বিরোধী দলীয় প্রার্থীর এসব অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী গৌতম জানিয়েছেন, এ ধরণের কোনো লিফলেট বিতরণে তার কোনো হাত নেই। তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
ওই লিফলেটে তার কোনো যোগসূত্র রয়েছে এমনটা প্রমাণ দিতে পারলে প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে যাবেন বলে চ্যালেঞ্জ দেন গৌতম গম্ভীর।
এসব বলেই ক্ষান্ত হননি গৌতম। সম্মানহানির অভিযোগ এসে আতিশী, মণীশ শিশোদিয়া ও অরবিন্দ কেজরিওয়ালকে আইনি চিঠিও দিয়েছেন গম্ভীর। গম্ভীরের এমন বক্তব্যের পক্ষে টুইট করেছেন এক সময়ের সতীর্থ ভিভিএস লক্ষণ ও হরভজন সিং।
টুইটে তারা জানিয়েছেন, দুই যুগের বেশি সময় ধরে গৌতম গম্ভীরকে চিনি। নির্বাচনে জিতুক বা না জিতুক নারীদের অপমান গৌতমের পক্ষে কখনই সম্ভব নয়।
গৌতম বা বিজেপির পক্ষ থেকে এসব বক্তব্যে অনড় আদমি পার্টির প্রার্থী আতিশী মরলেনা। এ বিষয়ে তিনি দিল্লির নারী কমিশনে একটি অভিযোগ দায়ের করেছেন। দিল্লি পুলিশকে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান তিনি।
এদিকে, আতিশীর বিরুদ্ধে এমন লিফলেট ছড়ানো নেপথ্যে কে বা কার রয়েছেন তা দ্রুত খুঁজে বের করতে দাবি জানিয়েছে দিল্লিবাসী। বিষয়টি তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।
জানা গেছে ইতিমধ্যে লিফলেটের উৎস খুঁজতে অনুসন্ধানে নেমেছে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি, খানওয়ালগঞ্জ এলাকায় একটি প্রেস থেকে লিফলেটটি ছাপানো হয়৷ সংবাদপত্রের ভেতরে ঢুকিয়ে বিজ্ঞাপনের লিফলেট জানিয়ে বাড়ি বাড়ি বিতরণ করা হয় সেটি৷