০৪:৩১:৪৭ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক: মঙ্গলবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সুবীর নন্দী। মৃত্যুর আগে প্রায় ২৩ দিন অসুস্থ হয়ে ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী। শেষবার স্ত্রীর হাতে রান্না করা শুটকি মাছ খেয়ে বাসা থেকে বিদায় নিয়েছিলেন সুবীর নন্দী, বলেছিলেন ফিরে এসে আবার খাবেন।
সিলেট থেকে ফিরলেন হাসুপাতালে সেখান থেকে সিঙ্গাপুরের হাসপাতালে। না আর ফেরা হলো না সুবীর নন্দীর। আগামীকাল ফিরবেন নিথর দেহে। স্ত্রীর হাতের রান্না করা প্রিয় শুটকি মাছ খাওয়া হবে না আর।
রাজধানীর গ্রিন রোডের বাসায় কাঁদছেন সুবীর নন্দীর স্ত্রী পূরবী নন্দী। আর এই কান্নায় বারবার চলে আসছে সেই বাক্য। আফসোস করছেন স্ত্রী। বলেন, শেষবার যখন বাসা থেকে বের হন সেদিন আমার রান্না শুটকি মাছ খেয়েছিলেন। বলেছিলেন, খুব স্বাদ হয়েছে। ফিরে এসে আবার খাবেন। কিন্তু উনি আর এলেন না। কখনও আসবেনও না।’