০৩:৫২:৩৪ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : খ্যাতনামা অভিনেতা এ টি এম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় গেল শুক্রবার। এরপর মুখে স্বাভাবিক খাবার দেয়া হয়। কিন্তু আজ সোমবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়।
তাই চিকিৎসকেরা দ্রুত লাইফ সাপোর্ট নেন তাকে। এ টি এম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ সালেহ জামান সেলিম বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, আজ সকাল ১০টায় উনার শরীরটা খারাপের দিকে গেলে আবার লাইফ সাপোর্টে দেয়া হয়। শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তাই তাকে আবারও লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়।
রোববার (২৮ এপ্রিল) সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।