০৪:২৬:৩১ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : 'ঘর থেকে বের করে কুকুরের মতো মারবো' বিজেপি প্রার্থী ভারতী ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে নায়ক দেব৷
দেব বলেন, 'এই ধরনের মন্তব্য দুঃখজনক৷ চমকে ধমকে ভোট চাওয়া হচ্ছে৷ আমি এই রাজনীতির বিরুদ্ধে৷ ভারতী ঘোষকে শ্রদ্ধা করতাম৷ ঘাটালবাসীই এর জবাব দেবে৷ ভয় দেখানো রাজনীতিতে বিশ্বাস করি না৷'
শনিবার কেশপুরে প্রচারে গিয়ে রীতিমতো হুমকি দিতে শোনা যায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে৷ বিজেপি প্রার্থী বলেন, 'উত্তরপ্রদেশ থেকে ১ হাজার লোক আনব৷ তোদের খুঁজে পাওয়া যাবে না৷ ঘর থেকে বের করে কুকুরের মতো মারব৷'
ভারতীর হুমকির তীব্র নিন্দা শুরু হয়েছে বিজেপি বিরোধী মহলে৷ সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ পোস্ট হতেই সমালোচনার ঝড় উঠেছে৷ জেলা প্রশাসনের কাছে ভারতীর মন্তব্যের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন৷ তার বক্তব্যের ফুটেজও চেয়েছে কমিশন৷