০৩:০৮:২৮ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : ‘ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত নাম মুনমুন ও আলেকজান্ডার বো। এক সময় তাদেরকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের পর্দায়। মাঝে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন তারা।
‘ক্ষ্যাপা’ নামের সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন আলেকজান্ডার বো-মুনমুন। ছবিতে তাদের দুজনের একাধিক গানও রয়েছে। এ ছবিতে তাদের সঙ্গে দেখা যাবে সুমিত-আইরিন জুটিকেও। সম্প্রতি মানিকগঞ্জের ঝিটকায় সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে।
টাংগাইলের লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ দিয়ে নববধূর আদলে বিয়ের পিঁড়িতে বসে আছেন একসময়ের সুপারহিট নায়িকা মুনমুন। বর হিসেবে আছেন নায়ক আলেকজান্ডার বো! বিষয়টা দেখে অবাক হবার কথা।
তবে এটা বাস্তবে নয়, ঘটনাটি ঘটেছে সিনেমায়। ছবির নাম ‘পদ্মার প্রেম’। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা হারুন-উজ-জামান। সিনেমায় কুসুম নামে এক গ্রাম্য বঁধূর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মুনমুন আর আলেকজান্ডার অভিনয় করেছেন মাঝির চরিত্রে।
ছবিতে আলেকজান্ডারের সঙ্গে অভিনয় সম্পর্কে মুনমুন বলেন, আলেকজান্ডারের সঙ্গে এই নিয়ে তিনটি ছবি করা হয়েছে। তবে সর্বশেষ ২০০৩ সালে ‘মহিলা হোস্টেল’ সিনেমায় তার সঙ্গে আমার অভিনয় করা হয়। এরপরই আমি সিনেমা ছেড়ে চলে আসি। দীর্ঘ ১৫ বছর পর আমরা আবার একসঙ্গে অভিনয় করছি। ভাবতে খুবই ভালো লাগছে।
এ বিষয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘পদ্মার প্রেম’ সিনেমা নিয়ে আমি অনেক আনন্দিত। ছবিটির প্রথম লটের কাজ দারুণ হয়েছে। পরিচালক হারুন ভাইয়ের ‘ক্ষ্যাপা’ সিনেমায় আমি আর আলেক ভাই একসঙ্গে কাজ করেছি। হারুন ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাও দারুণ। এক বছর আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম।’