০৩:২১:৩৫ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
বিনোদন ডেস্ক: স্বনামধন্য কৌতুক অভিনেতা আনিস আর নেই। গতকাল রবিবার রাত ১১টার দিকে তিনি টিকাটুলীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্নলিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। আজ সোমবার সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে আর নামাজা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়ার হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানে বাদ আসর তাকে সমাহিত করা হবে।
অভিনেতা আনিসের জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল বলেন, উনি সুস্থ ছিলেন। রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন। ওখানেই তার স্ট্রোক হয়।
উল্লেখ্য, ১৯৬০ সালে 'বিষকন্যা' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আনিস। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন।