০২:২২:২৩ সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯
বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়ে বলিউডে তৈরি হচ্ছে বায়োপিক৷ আর তার চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিং৷ ছবির নাম ‘৮৩’৷
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয় করেছিল বলেই ছবির নাম হয়ত ‘৮৩’। কারণ সেই দলকে নেতৃত্ব দিয়েছিল কপিল দেব। শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং৷ আর সেই শ্যুটিংয়ে যোগ দিলেন স্বয়ং কপিল দেব৷
এমনকী রণবীর সিংকে ট্রেনিং দিলেন কপিল দেব নিজেই৷ ভারতের হিমালয় প্রদেশের ধর্মশালায় চলছে ছবির শ্যুটিং৷ হাজির ছবির অন্যান্য কলাকুশলীরা৷ ছবিটির পরিচালক কবির খান, প্রযোজক কবির খান, মধু মেহতান বর্মা ও রিলায়েন্স ইন্টারটেনমেন্ট। সঙ্গিত পরিচালনায় আছেন প্রিতম চক্রবর্তী।
ইতিমধ্যেই কপিল দেবের বায়োপিক নিয়ে দর্শকের মধ্যে হইচই পড়ে গিয়েছে। একই সঙ্গে চমক থাকছে, ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলে থাকা খেলোয়াড়ের চরিত্রে কোন অভিনেতাদের দেখা যাবে তা নিয়ে উৎসাহ। এখন পর্যন্ত জানা গেছে রণবীর সিং, পঙ্কজ ত্রিপাঠি, দক্ষিণে অভিনেতা জিভা সিনেমাটিতে অভিনয় করছেন।