১১:০৩:২৪ বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
বিনোদন ডেস্ক: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।
শুনানিকালে বিচারক নওশাবাকে জিজ্ঞাসা করেন, ‘আপনার বিরুদ্ধে কি আর কোনো মামলা আছে?’ উত্তরে নওশাবা বলেন, ‘এই মামলা ছাড়া আর কোনো মামলা নেই।’ পরে বিচারক স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন।
অপরদিকে আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন।