০৮:১৩:৪৯ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
৪ মুসলিমকে হ'ত্যার প্র'তিবাদে কানাডার রাস্তায় হাজার হাজার মানুষের প্রতি'বাদ ও বি'ক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার তারা হ'ত্যার ঘটনাস্থল লন্ডন শহর থেকে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে র্যলি প্রদর্শন করেন। র্যলির সময় তাদের হাতে ছিল নানা ধরনের প্রতিবা'দী প্ল্যাকার্ড।
এদিকে হামলার স্থান লন্ডন শহর থেকে শুরু করে হা'মলাকারীকে যেখান থেকে আট'ক করা হয় সেখানে গিয়ে শেষ হয় র্যলি। হ'ত্যার প্র'তিবাদে বিক্ষো'ভ হয়েছে অন্টারিও প্রদেশের অন্যান্য শহরেও।