০৭:৪২:৪২ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
সিকিউরিটি গার্ড একজন নারীকে গু'লি করে হ'ত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। জেরুজালেমের কাছে একটি চৌকিতে এই হ'ত্যাকা'ণ্ডের ঘ'টনা ঘ'টে। তাদের দাবি, ওই নারী ছু'রি নিয়ে হা'মলা চালানোর পরিক'ল্পনা করেছিলেন। এপির এক প্রতিবে'দনে এই তথ্য জানা গেছে।
বিবৃতিতে ইসরায়েলি পুলিশ বলেছে, জেরুজালেমের উত্তরে কলান্দিয়া চেকপয়েন্টের প্রহরী ওই নারীকে ছু'রি নিয়ে আসতে দেখে। এরপরই তাকে গু'লি করে হ'ত্যা করে। পুলিশ বলছে, ওই নারীর বয়স ২৮ বছর। তিনি জাতিতে ফিলিস্তিনি। সূত্র: এপি।