০৯:৩৩:১৭ মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : গায়িকা কনিকা কাপুর বিদেশ থেকে ফিরে লখনউয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ভারতের নানা স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই কারণেই বসুন্ধরা রাজে ও তার সাংসদ-পুত্র দুষ্মন্ত সিং স্বেচ্ছা কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রশ্ন সেখানে নয়, সাংসদ দুষ্মন্ত সিং তারপরই গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে।
তাহলে কি করো'না সং'ক্র'মণের ভী'তি এবার পৌঁছে গেল ভারতের রাষ্ট্রপতির দরবারেও! বসুন্ধরা-পুত্র দুষ্মন্ত রাষ্ট্রপতি ভবনে গিয়ে ব্রেকফাস্ট পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সাংসদদের সাহচর্যে আসেন দুষ্মন্ত। তাতেই তৈরি হয়েছে ঘো'র বি'পাক। এর আগে অনেক দেশেরই শীর্ষস্তরে আ'ঘা'ত হে'নে'ছে করো'না ভাই'রাস। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনেরা আ'ক্রা'ন্ত হয়েছেন। তবে কি ভারতও বাদ যাবে না সেই তালিকায়!
এদিকে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং আবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বৈঠকে উপস্থিত সংসদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও। এই পরি'স্থিতিতে তিনি হোম কোয়ারান্টিনে থাকাই যথাযথ বলে মনে করছেন। এই ঘটনায় বে'জায় ক্ষু'ব্ধ ডেরেক বলেন, এসব কী হচ্ছে? সংসদ ব'ন্ধ রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, চ'র'ম দা'য়িত্বজ্ঞা'নহী'নের মতো লন্ডন থেকে ফিরে লখনউতে পার্টি করেছেন কনিকা কাপুর। সেই পার্টিতে আবার ডেকেছেন রাজনীতিক-আমলাদের। পার্টিতে ছিলেন বসুন্ধরা রাজে, সিদ্ধার্থনাথ সিং প্রমুখ। ১০ দিন আগে কনিকা কাপুর লন্ডন থেকে ফেরেন। কিন্তু লন্ডন থেকে ফেরার কথা বেমালুম গো'পন করে যান তিনি। দিন চারেক আগে তার স'র্দি-কাশি-জ্ব'র দেখা যায়। চিকিত্সকদের পরামর্শ মেনে তিনি পরীক্ষা করান। পরীক্ষায় করো'না ভাই'রাস পজি'টিভ আসে। সূত্র : ওয়ান ইন্ডিয়া