১০:৪৭:৩৭ বুধবার, ২১ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : কীভাবে করোনার ছো'বল থেকে নিজেকে বাঁচানো যায়, সেই ভাব'নায় উ'দ্বি'গ্ন আমজনতা। কিছুতেই বুঝতে পারছেন না কেউ। প্রায় সমস্তরকম সা'বধা'নতাই অব'ল'ম্বন করছেন প্রায় সকলেই। মুখে কনুই ঢাকা দিয়ে হাঁচি, কাশির পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
সেই পরামর্শ না মানায় মহারাষ্ট্রের কোলাপুরের এক যুবককে বে'ধ'ড়ক মার'ধর করলেন পথচারীরা। মুহূর্তেই ভাই'রাল ভিডিও। অ'পরা'ধ বলতে ভিড়ের মাঝে হেঁচেছিলেন যুবক। বাইক চালাতে চালাতে হাঁচার সময় মুখে রুমাল ঢাকা দেননি। হয়তো দেওয়া সম্ভব হয়নি তাঁর। কিন্তু মুখে কিছু ঢাকা না দিয়ে হাঁচার ঘটনা ন'জর এড়ায়নি এক পথচারীর। করোনা আ'বহের মাঝে কোনও স'ত'র্কতা ছাড়াই হাঁচার ঘটনায় ক্ষু'ব্ধ হয়ে ওঠেন তিনি।
এরপর ট্রাফিক সিগন্যালে বাইক নিয়ে থামেন ওই যুবক। তখনই পথচারী যুবকের কাছে জানতে চান, কেন মুখে কিছু ঢাকা না দিয়ে হাঁচলেন তিনি? তবে তাতে কোনও উপ'যুক্ত জবা'ব পাননি ওই পথচারী। পরিবর্তে উ'ত্ত'প্ত বাক্য বিনিময় শুরু হয়। কথা কা'টাকা'টির পর ওই যুবককে বে'ধড়'ক মা'রধ'র করেন পথচারী। যদিও এই ঘটনায় পুলিশে অ'ভিযো'গ দায়ের হয়নি। তবে ট্রাফিক সিগন্যাল সিসি ক্যামেরায় ধ'রা পড়ে ওই মুহূর্ত।
সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেকেই বলছেন, ''হাঁচির প্রতিবা'দ করে ঠিকই করেছেন ওই পথচারী।'' তবে কারও কারও মতে, ''সচেত'নতা বাড়াতে সাধারণ মানুষকে বোঝাতে হবে। তা বলে প্রকাশ্যে কাউকে মা'রধ'র করা মা'নহা'নির শামিল।'' ভারতে হু হু করে বাড়ছে আ'ক্রা'ন্তের সংখ্যা।
আ'ক্রা'ন্তের মধ্যে অধিকাংশ মহারাষ্ট্রের বাসিন্দা। একজনের মৃ'ত্যু যেমন হয়েছে তেমনই আবার ইতিমধ্যেই আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জন। এই পরি'স্থিতিতে হাঁচি, কাশি হলেই করোনা আ'ত'ঙ্কে ভু'গছেন প্রায় সকলেই। সং'ক্র'মণ এড়াতে হাঁচি, কাশির সময় মুখে ঢাকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশে'ষ'জ্ঞরা। তা সত্ত্বেও ওই যুবক সেই পরামর্শে কান না দেওয়ার ফলেই বি'র'ক্ত হন পথচারী। ভিডিওটি দেখুন..