০৪:০১:১৯ সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : করো'না ভাই'রাসের সং'ক্র'মণ রু'খতে জমায়েত করতে নিষে'ধ করেছে ভারত সরকার। তাই রাজনৈতিক দলের কর্মসূচি থেকে ধর্মীয় অনুষ্ঠান সবকিছু বা'তিল হয়েছে। রাস্তাঘাটেও কমে গিয়েছে লোক চলাচল। প্রতিদিনই ভারতের বিভিন্ন রাজ্য থেকে করো'না আক্রা'ন্ত রো'গীর সংখ্যা বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের সরকারি দপ্তরগুলি ব'ন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেকেই ঘর থেকে কাজ করছেন। সাধারণ মানুষ বাড়ি থেকে কাজে বেরতে বাধ্য হলেও যথেষ্ট সাব'ধানতা বজায় রাখছেন। এমনকী মদের দোকানে গিয়ে নিরা'পদ দূর'ত্ব বজায় রাখছেন ক্রেতারাও। সম্প্রতি ভারতের কেরালার ভাই'রাল হওয়া একটি ভিডিওতে সেই ছবিই চোখে পড়েছে। যা দেখে বি'স্মি'ত নে'টিজেনরা।
বলছেন, 'এরা জাতে মাতাল হলেও তালে ঠিক'। ভাই'রাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মদের দোকানের সামনে কয়েকটি মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আর প্রত্যেকেই একটি দূরত্ব বজায় রেখে চলেছেন। এক থেকে দেড়ফুট দূরত্বে চুন দিয়ে দাগ কা'টা রয়েছে। প্রত্যেকটি ক্রেতাই সেই দাগ অনুযায়ী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটু এদিক-ওদিক হলেই মদের দোকানের নিরা'পত্তার'ক্ষী মুখে মা'স্ক পড়ে লাইন সোজা করছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই প্রচুর মানুষ সেটি দেখেছেন। আর তার মধ্যে কেউ কেউ ভূয়সী প্রশংসা করেছেন ম'দের দোকানদার ও লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের। আবার অনেকে ব্য'ঙ্গ করে বলছেন, ওই লোকগুলি ম'দ খেয়ে ম'রতে রাজি। কিন্তু, করো'না ভাই'রাসের বলি হতে চান না। তাই ম'দের দোকানে গিয়ে নিরা'পদ দূরত্ব বজায় রাখছেন।