১০:১৭:৫০ বুধবার, ২১ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : করো'না ভাই'রাসের হা'মলায় থ'রহ'রি ক'ম্পমান গোটা দুনিয়া। স'ন্ত্র'স্ত খোদ সন্ত্রা'সবা'দী সংগঠনগুলিও। ইসলামিক স্টেট আগেই সদস্যদের জন্য একগু'চ্ছ নিয়ম বেঁ'ধে দিয়েছে। এবার কোভিড-১৯-এর ঠে'লায় শান্তির বার্তা দিল আফগান তালিবান।
সদ্য এক বিবৃতি দিয়ে তালিবান জানিয়েছে, করো'না মো'কাবিলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বাস্থ্যকর্মীদের উপর হা'মলা চালাবে না তারা। আফগানিস্তানে তালিবান নিয়'ন্ত্রিত এলাকায় ওই কর্মীদের সম্পূর্ণ সুর'ক্ষা দেওয়ার কথাও ঘোষণা করেছে সংগঠনটি। এপর্যন্ত, আফগানিস্তানে ২২ জন করো'না আ'ক্রা'ন্তের খবর মিলেছে। আরও বহুলোকের মধ্যে সং'ক্র'মণ ছড়িয়ে পড়ার আশ'ঙ্কা রয়েছে।
এহেন পরি'স্থি'তিতে মা'রণ রো'গটির মো'কাবি'লায় তালিবান ও আফগান সরকারকে একসঙ্গে কাজ করার আরজি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার, আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত রোল্যাণ্ড কবিয়া তালিবানের উদ্দেশে বলেন, ''করো'না ভাই'রাসের বি'রু'দ্ধে সাহায্য পাওয়ার অধিকার সবার রয়েছে। এই মুহূর্তে সবার প্রথম সং'ঘ'র্ষ বিরতি ঘোষণা করা উচিত। সবার উচিত সরকারের সঙ্গে সহযোগিতা করা ও মানবিকতার খা'তিরে স্বাস্থ্যকর্মীদের কোনওরকম হেন'স্তা না করা।''
এছাড়াও, তালিবানের কাছে সং'ঘ'র্ষ থামানোর আরজি জানিয়েছেন প্রেসিডেন্ট আশরফ ঘানির এক বর্ষীয়ান সহযোগী ওয়াহিদ ওমর। ২০১৯ সালে রেড ক্রস ও জাতিসংঘের ত্রাণ পরিষেবায় নিষে'ধা'জ্ঞা জা'রি করেছিল তালিবান। সে সময় জ'ঙ্গিগো'ষ্ঠীটির অ'ভিযো'গ ছিল ত্রাণ বিলি করার নামে ''ওই দুই সংগঠনের গতি'বিধি সন্দে'হজনক''। অবশ্য চা'পের মুখে পড়ে সেই নিষে'ধা'জ্ঞা তুলে নেয় তালিবান। তবে স্বেচ্ছাসেবীদের উপর বেশবহ কয়েকটি হা'মলাও চালিয়েছে জ'ঙ্গিরা।